পটিয়া প্রতিনিধিঃ ছনহরা ইউনিয়নের উত্তর ছনহরা দৌলতীয়া জামেমসজিদ পরিচালনা কমিটি ও মাদ্রাসার উদ্যোগে ৪১ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
শুক্রবার রাতে উত্তর ছনহরা দৌলতীয়া জামেমসজিদ মাঠে সভাপতি মনির আহমদ দৌলতীর সভাপতিত্বে ও নুরুল আবছার খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী। প্রধান ওয়ায়েজিন হিসেবে তকরির পেশ করেন দোহাজারি মাসুমিয়া ইসলামীয়া সুন্নীয়া মাদ্রাসার সুপার মাওলানা মুফতি নাজিম উদ্দীন নুরী আল কাদেরী, বিশেষ ওয়ায়েজিন হিসেবে তকরির পেশ করেন বড়লিয়া আবদুস সালাম দাখিল মাদ্রাসার মুদাররিস মাওলানা সাইফুল্লাহ খালেদ, ছিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদ্রাসার মুদাররিস মাওলানা ইউসুফ জিলানী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ছনহরা দৌলতীয়া জামেমসজিদের খতিব মাওলানা নেজাম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন শফিউল আলম দৌলতী, রফিকুল আলম দৌলতী, আবদুল কাদের দৌলতী, মামুনুর রশীদ দৌলতী, জাফর আহমদ দৌলতী, আবদুল খালেক সও., ফজল আহমদ, মোজাহের হোসেন দৌলতী, তারেকুল ইসলাম দৌলতী প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান। কারণ আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ (সা.) এর উম্মত হয়ে এই পৃথিবীতে আসতে পেরেছি। আমরা যদি আমাদের নবী হযরত মোহাম্মদ (সা.) এর দেখানো পথে চলতে পারি সমাজ রাষ্ট্র পরিচালনায় শান্তিতে ভরপুর হয়ে উঠবে। আমরা যদি রাসুলুল্লাহ সাঃ এর জীবনী আমল করে দুনিয়াতে চলতে পারি তাহলে আখেরাতে আমাদের জন্য জান্নাত কবুল হয়ে যাবে।