৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের পদ-প্রত্যাশী নেতৃবৃন্দদের উদ্যোগে পটিয়া মেহের আটি নুরুদ্দিন শাহ্ (রা:) মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহাব উদ্দিন।
এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ লালু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সাহাবুদ্দীন সাদি, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা ছোটন আচার্য্য, জেলা ছাত্রলীগ নেতা মোঃ সাজ্জাদ হোসাইন, মোস্তাফিজুর রহমান রিপন, মোঃ রকিবুল হাসান ইমন, মোঃ সাকিব প্রমূখ।
আলোচনা সভায় মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, ৩রা নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে আরেক কলঙ্কিত দিন রক্তক্ষরা জেলহত্যা দিবস। স্বাধীন বাংলাদেশের যে কয়টি দিন চিরকাল কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি ৩রা নভেম্বর। যে কয়েকটি ঘটনা বাংলাদেশকে কাঙ্ক্ষিত অর্জনের পথে বাধাঁ তৈরি করেছে, তার মধ্যে অন্যতমটি ঘটেছিল ১৯৭৫ সালের এই দিনে।
বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতির চার মহান সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির পিতা বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ গিয়াস উদ্দিন। মোনাজাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও পটিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন নেতৃবৃন্দরা।
(প্রেস বিজ্ঞপ্তি)