যুবলীগের সুবর্ণ জয়ন্তী ও আঃলীগের সমাবেশ উপলক্ষে পটিয়ায় মতবিনিময় সভা করলেন বদিউল আলম

যুবলীগের সুবর্ণ জয়ন্তী ও আঃলীগের সমাবেশ উপলক্ষে পটিয়ায় মতবিনিময় সভা করলেন বদিউল আলম

পটিয়া প্রতিনিধিঃআগামী ১১ নভেম্বর যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্দ্যানে মহাসমাবেশ ও ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে পটিয়ার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও অলি-গলি, পাড়া- মহল্লায় ব্যাপক ভাবে প্রচারণা চালানোর নির্দেশনা দেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।

সভায় আজকের পর থেকে প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে প্রচার-প্রচারনার অংশ হিসেবে মিছিল-মিটিং জনসভা শুরু করার জন্যর বলা হয়েছে। একই সাথে দলের ঐক্য ও সংহতি রক্ষা করে আগামী ১১ নভেম্বর যুবলীগের ৫০ বছরপূর্তী উপলক্ষে মহাসমাবেশ সফল করতে পৃথক পৃথক সিদ্ধান্ত গৃহীত হয়।

রবিবার সন্ধ্যায় পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা মুন্সেফ বাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম বলেছেন, বিএনপি- জামাত অপশক্তির ছায়া তারা পেছন দরোজা দিয়ে ক্ষমতায় গিয়ে এদেশকে পাকিস্তান বানাতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাই তাদের বিরুদ্ধে হুশিয়ার এবং সাবধান। তিনি এ ষড়যন্ত্রের বিরুদ্ধে দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, যুগে যুগে চট্টগ্রাম বিপ্লব ও পরিবর্তনের বার্তা শুনিয়েছেন। মাস্টার দা সূর্যেসন, কাজেম আলী মাস্টার, মনিরুজ্জামান ইসলামাবদী, এম. এ. আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম.এ হান্নান, এম. এ. মান্নান, আখতারুজ্জামান বাবু ও এবিএম মহিউদ্দিন চৌধুরী এই বীর চট্টলা থেকে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তাই, আগামী ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসবেন এবং জাতিকে সুবার্তা দেবেন।

এ আগমনকে উপলক্ষ করে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রতিটি অলি-গলি, পাড়া- মহল্লায় জনসভার ব্যাপক প্রচারণা চালিয়ে জনসভাকে স্মরণকালের জনসমুদ্রে পরিণত করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

তিনি আরো বলেন, বিএনপি আবারো দেশকে দূর্নীতিগ্রস্থ করতে চায়, এদেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পায়তারা করছে। তাদের প্রতিহত করতে যুবলীগ যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা মৎসজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নোমান সরওয়ার, যুবলীগ নেতা দেলোয়ার, মোঃ মামুন, হাসান শরীফ, সাইফুদ্দীন ভোলা, তৌহিদুল আলম জুয়েল, ইকবাল হোসেন, উজ্জ্বল ঘোষ, আবদুল আওয়াল, মোঃ বাবলু, সাইফুল ইসলাম জুয়েল, রুনেল, মোঃ কাওসার, ছোটন আচার্য্য, মোঃ আরিফ, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, নুরুল ইসলাম রুবেল, মোঃ আসিফ প্রমুখ।

Related Articles