পটিয়া প্রেস ক্লাবকে আইপিএস দান করলো নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন

পটিয়া প্রেস ক্লাবকে আইপিএস দান করলো নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন

এ,টি,এম,তোহা : পটিয়া প্রেস ক্লাবকে আইপিএস দান করলো নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী গবেষক ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের আর্থিক সহযোগিতায় আজ ১৩ নভেম্বর রোববার প্রেসক্লাবে আইপিএস হস্তান্তর করা হয়।

এ সময় সেখানে উপস্থিত পটিয়ার পত্রিকা হকারদের খাদ্য সামগ্রীও বিতরণ করেন নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের কর্মীরা।

এসময় নজির আহমদ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম তুলে ধরেন ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, উপদেষ্টা কাজী মোরশেদ, জাহাঙ্গীর মেম্বার, ইউসুফ খান।

পটিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি নুরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক সিনিয়র সাংবাদিক আইয়ুব আলী , পটিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি এটিএম তোহা, যুগ্ম সম্পাদক  সেলিম চৌধুরী,  অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, এসএমএকে জাহাঙ্গীর, আবেদুজ্জামান আমেরী, কামরুল ইসলাম, কাউছার আলম, সুজিত দত্ত, মহিউদ্দিন চৌধুরী, শাহজাহান চৌধুরী,, হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল আলম সহ আরো অনেকেই।

বক্তারা বলেন, পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবনের  মানবিক কাজের প্রশংসা করে তা অব্যহত রাখার জন্য বক্তারা অনুরোধ করছেন।

Related Articles