আমার পটিয়া.কম : পটিয়ার ঐতিহ্যবাহী মেরিট ইন্সটিটিউট ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য চালু করেছে স্পেশাল কোচিং।
১ ডিসেম্বর থেকে চলবে পরীক্ষার আগ পর্যন্ত।
এই উপলক্ষে আজ সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে মেরিট কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও আইটি বিশেষজ্ঞ শহীদুল্লাহ্ সাদা।
তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোচিং সেন্টারের শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়ার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, এ,এস,রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক এ,টি,এম, তোহা, শিক্ষক অশোক কুমার মন্ডল, প্রভাষক ওমর ফারুক, জিয়া উদ্দীন, বজলুর রশিদ শাওন,নিটন দে,পলাশ নন্দী,পলাশ দে,শচিন দে, সাংবাদিক বিকাশ চৌধুরী, রবিউল আলম ছোটন, মহিউদ্দিন চৌধুরী।
বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে পড়ালেখার পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস , নৈতিকতা ও দেশপ্রেম শিক্ষা দেয়ার আহবান জানান।