রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পার্বত্য বান্দরবানে বিজ্ঞান ভিত্তিক জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করেন অতিথিরা ।
সেই উপলক্ষে আজ ২২ নভেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ সক্ষমতা বৃদ্ধিকরন প্রকল্প খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে বান্দরবান হোটেল ডিমোর এর হল রুমে জেলা পর্যায়ে খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক এক কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব ) মোঃ আব্দুল কাইউম সরকার ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দী, বান্দরবান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্ত্তী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক সহ অনেকে ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন বান্দরবান জেলাকে এগিয়ে নিয়ে যেতে খাদ্য নিরাপত্তার বিষয়ে অনেক গুরুত্ব দিতে হবে। কারণ বান্দরবান জেলা একটি পর্যটন এলাকা। প্রতিদিন বিভিন্ন জায়গায় থেকে অনেক পর্যটক এখানে বেড়াতে আসে । তাই অতিথিরা পার্বত্য জেলা বান্দরবান সহ দেশের সকল মানুষের খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।