পটিয়া প্রতিনিধি: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন পটিয়া উপজেলা নবগঠিত আহবায়ক কমিটি’র পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে পোষ্ট অফিসস্থ একটি রেস্তুোঁরায় সংগঠনের আহবায়ক শাহ আলম মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব শওকত আকবরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় মহাসচিব আবুল হাশেম চৌধুরী।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সালমান, দক্ষিণ জেলা সদস্য সচিব মাহবুবুর আলম, সদস্য জসিম উদ্দিন, নাছিমা আকতার। বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আহবায়ক কমিটি’র সদস্য মাহবুল কবির, আবু তালেব আলমদার, নিজাম, টিটু নাথ, কহিনুর, সাইফু উদ্দিন চৌধুরী, রুজি আকতার, হাসান, নাছির, তৈয়বা আরা বেগম, শম্বু, ফেরদৌস বেগম, আইয়ুব, হাছনারা বেগম, শেপালী রুদ্র, রনধীর ঘোষ, উজ্জ্বল বড়ুয়া, রুমা আকতার, মাহবুব আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষনা গ্রাম হবে শহর।
সেই ধারাবাহিকতায় সারাদেশের রাস্তা-ঘাট, ব্রিজ, কারভার্টসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। মেম্বার কল্যাণ এসোসিয়েশন পটিয়া উপজেলা শাখার সকল নেতৃবৃন্দকে ঐক্যবন্ধে’র বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকলে প্রতিটি ইউপি সদস্য তাদের স্ব স্ব ওয়ার্ডে উন্নয়ন ও নিজেদের অধিকার বাস্তবায়নে সহজ হবে। সে সাথে আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রামের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশকে জনসমুন্দ্রে পরিণত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।