প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কাউন্সিলর গোফরান রানার নেতৃত্বে পটিয়ায় সর্ববৃৎ শোভাযাত্রা

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কাউন্সিলর গোফরান রানার নেতৃত্বে পটিয়ায় সর্ববৃৎ শোভাযাত্রা

আমার পটিয়া. কম : চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আজ। এ জনসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় ৩ ডিসেম্বরও (শনিবার) আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। এরমধ্যে সর্ববৃহৎ আনন্দ শোভাযাত্রাটি বের করেন পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা গোফরান রানার নেতৃত্বে।

পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শোভাযাত্রাটি পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় রঙ্গিন ব্যানার, পেষ্টুন, ঢোল-বাদ্য ও ব্যান্ডের তালেতালে নেচেগেয়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীর চট্টগ্রামের উন্নয়নের বিষয়টি তুলে ধরেন। শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।


এসময় উপস্থিত ছিলেন-সাবেক ছাত্রনেতা এটিএম শাহজাহান চৌধুরী, ছাত্রনেতা নোমান টিপু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সোহেল, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক রবিউল হোসেন খোকন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক রহমান, যুগ্ম সম্পাদক নেজাম উদ্দিন, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইকবালুর রহমান ওপেল, সাবেক ছাত্রনেতা গোলাম কাদের, আবু তৈয়ব, মো. শাহজাহান, পিন্টু দাশ, মো. কায়সার, আবদুস ছত্তার, গালিব চৌধুরী, তসলিমা রায়হান রিপন, রবিউল হোসেন।


সংক্ষিপ্ত আলোচনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- রবিবার ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভাস্থলে নেতাকর্মীসহ সাধারণ মানুষকে দলে দলে যোগদান করার আহবান জানান। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে যে উন্নয়ন কাজ করেছেন এর কৃতজ্ঞতা জানাতে আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি। #

Related Articles