এ,টি,এম,তোহা : পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ার সন্তান সাবেক ছাত্রনেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে উজ্জীবিত হয়ে ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের অঙ্গসংগঠনের রাজনীতি করছেন। কর্মজীবন ও রাজনীতির পাশাপাশি নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের মাধ্যমে পটিয়ায় অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী বিতরন করে চলেছেন।
ক্যান্সার রোগী, অসহায় লোকের মেয়ে বিয়েতে আর্থিক সহায়তা, শিক্ষা সহায়তা ছাড়াও নিজ গ্রামে বেকার সমস্যা দূর করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।
মেধাবী এ ছাত্রনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পিএইচডি ডিগ্রি নিতে আমেরিকায় পাড়ি দেন। পিএইচডি ডিগ্রি শেষে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন গবেষক হিসেবে রয়েছেন। আওয়ামী পরিবারে বেড়ে উঠা জুলকারনাইন চৌধুরী জীবন বীরমুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সুলতান আহমদ কুসুমপুরী এমপির ভাতিজা। তিনি বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের দায়িত্ব নেওয়ার আগে থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের রাজনীতি করছেন এবং দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজের উপার্জিত অর্থে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের মাধ্যমে মানবিক কর্মকান্ড চলছে। গত দুই বছরের অধিক পটিয়াতে প্রায় ১০ হাজার মানুষকে আর্থিক ও খাদ্য সহায়তা করা হয়েছে। যা এখনো চলমান রয়েছে।