আমার পটিয়া. কম : আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, সরকারের পদত্যাগ চাইতে গিয়ে বিএনপি নিজেরাই পদত্যাগ করে বসেছে।
গত ১৯ ডিসেম্বর আমাদের নেত্রীর নির্দেশ ছিল— পাড়া-মহল্লায় জনগণের জানমাল রক্ষা করার জন্য, আমাদের পাড়া-মহল্লায় পাহারাদার হিসেবে কাজ করার জন্য। আমরা সেই কাজটি করেছি।
ঢাকা- চট্টগ্রাম সহ প্রত্যেকটি অলিগলি, রাস্তায়, মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগের ভাই-বোনেরা পাহারাদার হিসেবে রয়েছেন। কারণ আমরা আর আগুন সন্ত্রাস করতে দিবনা। সেজন্য জনগণের জানমালের রক্ষা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।
তিনি গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠনের মিছিল সমাবেশ ও পটিয়া কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণকালে জনগণের উদ্দেশ্য বক্তব্য রাখেন। তিনি বলেন,আজ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী পাহারাদার হিসেবে কাজ করছে।
আপনারা জানেন ডিসেম্বর বিজয়ের মাস। বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে এই মাসের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছে। আন্দোলনের নামে সারা বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে তাদের এই ষড়যন্ত্র ভেস্তে গেছে। তিনি দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।