আমার পটিয়া. কম : যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি ও চিহ্নিত রাজাকারদের বিচার করে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। তিনি গতকাল ১৭ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পটিয়া আইন কলেজ পরিচালনা পর্ষদের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৭ ডিসেম্বর শনিবার দুপুরে পটিয়া আইন কলেজ মিলনায়তনে কলেজ পরিচালনা পরিষদের সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. আবদুল আলিম।
আরো বক্তব্য রাখেন, এড. খন্দকার এমদাদুর রহমান, কবি শিবুকান্তি দাশ, অধ্যাপক ভগীরথ দাশ, প্রনব দাশ, দেবর্শী চক্রবর্তী, আবদুর রহমান রুবেল, আবু সাঈদ তালুকদার খোকন, সাইফুল ইসলাম সোহেল, জোবাইদুর রহমান জিসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার বিজয়ের দিন ১৬ ডিসেম্বর। মহান বিজয়ের ৫১ বছর পেরিয়ে ৫২ বছরে বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।