পটিয়ায় নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করলো

পটিয়ায় নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করলো

পটিয়া প্রতিনিধি : পটিয়া পৌরসভার হত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বঙ্গবন্ধুর আত্মজীবনী বই প্রদান করেছে দাতব্য সংগঠন নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন। গতকাল (২৫ নভেম্বর) সকাল ১১ টায় পটিয়ার একটি রেস্তোঁরায় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সহ সভাপতি, দৈনিক অবজারভার ও ইত্তেফাকের  পটিয়া প্রতিনিধি এ,টি,এম,তোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম,দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের, পটিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, সাংবাদিক গোলাম কাদের, মহিউদ্দিন চৌধুরী, ওবায়দুল হক পিবলু প্রমূখ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়ালেখার মনোযোগী হয়ে জীবন গঠনের আহবান জানান। তিনি বলেন, শিক্ষিত ও স্মার্ট জাতি গঠন করতে হলে শিক্ষার্থীদেরও পড়ালেখায় ও প্রযুক্তিতে স্মার্ট হতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. জুলকারনাইন জীবন শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সেবায় যে অবদান রেখে চলেছে সমাজের বিত্তশীলদেরও এগিয়ে আসতে হবে।

Related Articles