পটিয়া সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতি তাদের সম্মান করে, শ্রদ্ধা করে। আর যারা যুদ্ধ না করেও স্বাধীনতার ৫০ বছর পর এসে নকল কাগজপত্র দিয়ে মুক্তিযোদ্ধা সেজেছে, স্বচ্ছলতা থাকা সত্বেও সরকারি ভাতার লোভ সামলাতে পারেমা তাদের ঘৃণা করি, ধিক্কার জানাই। তিনি বলেন, দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে অবহেলিত।
মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিল তাদের পরিবারের খোঁজখবর নেওয়া সকলের দায়িত্ব। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে অনেকেই এখন মুক্তিযোদ্ধা সেজেছে। তারা কৌশলে সরকারি গ্রেজেটে নাম প্রকাশের পাশাপাশি সরকারি ভাতাও নিতে শুরু করেছে।
দেশে যাতে রাজাকাররা প্রতিষ্ঠিত হতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। সোমবার বিকেলে চট্টগ্রামের পটিয়া অটো টেম্পো শ্রমিক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম এ কথা বলেন।
সংগঠনের সহ-সভাপতি মো. ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন- পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা শাহীনুল ইসলাম, মো.হাসান, সাইফুদ্দীন ভোলা, লিটন বড়–য়া, শ্রমিক নেতা কামাল উদ্দিন, আহমদ ছগীর, আবদুর রহিম, বেলাল উদ্দিন, সাকিল, লেদু মিয়া, রুবেল, কপিল, নয়ন, ছোটন।