শাহনেওয়াজ চৌধুরী মন্টু ছিলেন আধুনিক পটিয়ার উন্নয়নের স্থপতি- গাজী সিরাজ

শাহনেওয়াজ চৌধুরী মন্টু ছিলেন আধুনিক পটিয়ার উন্নয়নের স্থপতি- গাজী সিরাজ

আমার পটিয়া. কম : পটিয়ার সাবেক সংসদ সদস্য মরহুম শাহনেওয়াজ চৌধুরী মন্টুর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদে যোহর দোয়া মাহফিল ও কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য,ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি, গাজী মোহাম্মদ সিরাজ, পটিয়া পৌরসভা কৃষক দলের আহবায়ক হাজী নজরুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি, আনোয়ার হোসেন মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজী মোহাম্মদ মনির, বিএনপি নেতা আনিসুর রহমান, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি মোহাম্মদ ওসমান, উপজেলা যুবদল নেতা আবু শহীদ রমজান, মোহাম্মদ ফোরকান, মাহাবু, জিয়াউল হাকিম, সহ নেতৃবৃন্দ তার মাজার জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে গাজী সিরাজ বলেন,  শাহনেওয়াজ চৌধুরী মন্টু ছিলেন আধুনিক পটিয়ার উন্নয়নের স্থপতি। পটিয়া উন্নয়নের রূপকার সাবেক সংসদ শাহনেওয়াজ চৌধুরী মন্টু পটিয়ার গণ মানুষের নেতা ছিলেন।

তিনি পটিয়ার দলমত নির্বিশেষে সবার কাছে ছিলেন সমাদৃত।  পটিয়া উন্নয়ন ছাড়াও গণমানুষের চাকরি দিয়েছেন। শিক্ষা ক্ষেত্রে পটিয়া উন্নয়ন অনস্বীকার্য।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। কলেজ মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠা করেছেন। তিনি জনদরদী ছিলেন। পরোপকারী ছিলেন। ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত পটিয়ায় লক্ষাধিক মানুষের চাকরি দিয়েছেন।

তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ২৩/১২/২০২৩ ইং তারিখ বাদ যোহর হযরত ইয়াসিন আউলিয়া মসজিদের খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

উল্লেখ্য, শাহ নেওয়াজ চৌধুরী মন্টু চট্টগ্রাম জেলার পটিয়ার হুলাইন গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ সালের পঞ্চম ও ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ পটিয়া আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২৯ ডিসেম্বর ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

Related Articles