রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে ফেসবুকে স্ট্যাটাস ও চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে মিনহাজুল ইসলাম (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে ।
মৃত ব্যক্তি বান্দরবান ৪ নাম্বার ওয়ার্ডের
ভোটঘাটা এলাকা সংলগ্ন মধ্যমপাড়ার নুরুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম ।
৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে বান্দরবান আবাসিক রাহুল হোটেল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় ।
সরজমিনে পরিদর্শন ও মৃত ব্যক্তির পরিবারের সাথে করে জানা যায়, মৃত ব্যক্তির হোটেল রাহুল আবাসিকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল ৪ জানুয়ারি সন্ধ্যা সাতটা বাজে মৃত মিনহাজুল ইসলাম তার বাসায় যায় এবং পরিবারের সবার সাথে কথাবার্তা বলে নয়টা বাজে ভাত খেয়ে রাত ১১ টার দিকে হোটেলে আসে।
পরে ১১ঃ৩০ মিনিটে সে একটি চিরকুট লিখে এবং ফেসবুকে স্ট্যাটাস দেয় যে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ জানতে পারলে দ্রুত তার পরিবারকে খবর দেয় এবং পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে রাত সাড়ে বারোটার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বান্দর সদর থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত অফিসার জানান, লাশটি পোস্টমর্টেম করার জন্য হাসপাতালের মর্গে নেয়া হয়েছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।