বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রমিকদের শীতবস্ত্র বিতরণ করলেন বদিউল আলম

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রমিকদের শীতবস্ত্র বিতরণ করলেন বদিউল আলম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনটিকে স্মরণীয় রাখার জন্য যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম পটিয়ায় কমিউনিটি সেন্টার শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মঙ্গলবার (১০ জানুয়ার) পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহের মুন্সেফ বাজারস্ত দলীয় কার্যালয় চত্বরে দিনটি উপলক্ষে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কমিউনিটি সেন্টার শ্রমিক নেতা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম।

প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএমজমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আ লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,শ্রমিকলীগ নেতা খোরশেদ আলম, আলম মাঝি, মো আলী মাঝি,শফিকুল ইসলাম মাঝি,নাজিম মাঝি, হাসেম মাঝি, যুবলীগ নেতা ছোট, মো সুজন,বাদশা, আরিফ,আসিফ, আমিন, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল, সাজ্জাদ হোসাইন।

আলোচনা সভা শেষে কমিউনিটি সেন্টার শ্রমিক সমিতি ৩  শতাধিক শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম বলেন, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে স্বাধীন-সার্বভৌম দেশে ফিরে আসেন। বাঙালি জাতি বঙ্গবন্ধুর নির্দেশে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করে। দেশে এখনো পাক বাহিনীর দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের থেকে সর্তক থেকে মোকাবেলা করার আহবান জানান।

তিনি অভিযোগ করে বলেন, আজ যারা নৌকা নিয়ে জনপ্রতিনিধি হয়েছে তারা আজ মাঠে নেই। জাতির পিতার স্বদেশে প্রত্যাবর্তন দিবসে তারা কোন কর্মসূচি পালন করেনি।

তারা হলো সুবিধাবাদী, বিএনপি-জাময়াতের এজেন্ট।  তাদের থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে।  এসময় শ্রমিকরা বদিউল আলমকে আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন দেয়ার জন্য দাবি তোলে শ্লোগান দেন।

Related Articles