আমার পটিয়া. কম : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক,সাবেক চট্টগ্রাম জেলা লায়ন্স গভর্নর ও দি সিনিয়র সিটিজেন সোসাইটি চট্টগ্রামের বর্তমান সাধারণ সম্পাদক লায়ন এম সামশুল হক (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজিউন।
তার মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।তিনি বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান।
তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার জিপিও চট্টগ্রামের সাবেক পোস্ট মাস্টার মৃত এস আহমেদ হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
লায়ন এম সামশুল হকের বড় মেয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সাইমা নওশিন লুনা। তাহার ছোট ছেলে স্থপতি রিদওয়ানুল হক জানান, বাবা দীর্ঘ দিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন। গলায় একটা অপারেশনও করা হয়েছিল।
বুধবার রাতে তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।
শুক্রবার সকাল দশটার সময় চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রথম নামাজে জানাজা ও বাদে জুমা পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার নিজ বাড়িতে ২য় নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা লায়ন এম সামশুল হকের মৃত্যুতে চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বাংলাদেশ মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহানগর পিপি এডভোকেট আবদুর রশীদ, দি সিনিয়র সিটিজেন সোসাইটির সভাপতি এম এ মালেক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এম এ জাফর, শাহজাদা মহিউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, পৌর মেয়র আইয়ুব বাবুল,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, উপ দপ্তর সম্পাদক বিজয় বড়ুয়া, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,বর্তমান সভাপতি আ ক ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ,
বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, দক্ষিণ ছাত্রলীগের সাবেক আহবায়ক মো: ফারুক,আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এম এ রহিম, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক,খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান,কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, কাউন্সিলর গোফরান রানা, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু শোক জানিয়েছেন।