অভিযান অব্যহত থাকবে-ওসি, পটিয়ায় গত ২ দিনে অর্ধশত কিশোর গ্যাং সদস্য আটক

অভিযান অব্যহত থাকবে-ওসি, পটিয়ায় গত ২ দিনে অর্ধশত  কিশোর গ্যাং সদস্য আটক

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম : ৩০ জানুয়ারি পটিয়ায় কিশোর গ্যাংয়ের হাতে পৌরসভার ইজারাদার আবদুল মান্নান খুনের পর চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহর বিপিএম এর নির্দেশে পটিয়ায় শুরু হয়েছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। গত ২ দিনে (৯ ও ১০ ফেব্রুয়ারি) পটিয়া থানা পুলিশ পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ৫০ জনেরও অধিক কিশোর গ্যাং সদস্য আটক করেছে। পরে অভিভাবকরা থানায় হাজির হলে তাদেরকে ৩টি শর্তে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। শর্ত ৪টি হলো -তারা দৃষ্টিকটু চুল রাখবেনা। রাস্তায় বিশেষ করে সন্ধ্যার পর অযথা ঘোরাঘুরি করবে না।

গার্ল স্কুল ও কলেজের সামনে দিনের বেলায় আড্ডা দিবেনা এবং বিনা লাইেেসন্সে মোটর সাইকেল চালাতে পারবেনা। শর্ত মেনে নিয়ে অধিকাংশই প্রথমবারের মত ছেড়ে দেয়া হয়। তবে ৩ জনের বিরুদ্ধে ফৌজদারী অপরাধ পাওয়া যাওয়ায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন শাস্তি দেয়া বা মামলা দেয়ার জন্য তাদের আটক করা হয়নি। তারা যেহেতু কিশোর বয়সী তরুণ, অধিকাংশই ছাত্র। তাদেরকে সংশোধনের মাধ্যমে সমাজে শৃংখলা আনার জন্য সুযোগ দেয়া হয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে তাদেরকে আর ছাড়া হবেনা। কিশোরগ্যাংয়ের বাহিনীগুলোর গডফাদার, টিম লিডার ও সদস্যদের বিষয়ে গোপন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ডাটাবেজে তাদের ছবি সংগ্রহ করা রাখা হবে। এদিকে গত বেশ কিছুদিন থেকে পটিয়ায় উঠতি বয়সী কিশোরদের দলবেঁধে এক গ্রুপ আরেক গ্রুপের উপর আক্রমন, বাইপাশে ছিনতাই, চাঁদাবাজি, পাড়া-মহল্লায় মাদক নিয়ে মারামারি, গার্লস স্কুল ও কলেজের সামনে আড্ডা ও ইভটিচিংয়ের উৎপাত বেড়ে যাওয়ায় স্থানীয় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েন।

গত ৭ ফেব্রুয়ারি বিট পুলিশিং সভায় বিষয়টি তোলা হলে সেখানে পুলিশ সুপার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন। এর পর পটিয়া থানা পুলিশ বিভিন্ন রাস্তা ও মহল্লায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের অর্ধ শতাধিককে আটক করে। এছাড়া রাস্তায় চেকপোস্ট বসিয়ে অবৈধ মোটর সাইকেল ও যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় বর্তমানে পটিয়ার রাস্তাঘাটে কিশোর গ্যাং এবং অবৈধ মোটর সাইকেল আর রাস্তায় বের হচ্ছেনা। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, কিশোর গ্যাং এবং অবৈধ ও মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। তিনি কিশোর অপরাধীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না দেয়ার জন্য গড ফাদারদের সতর্ক করে দেন।

Related Articles