পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রীর বিগত ১৪ বছরের সারাদেশের উন্নয়ন প্রকল্পের ছবি সম্বলিত ফেস্টুন ছবি লাগাতে গিয়ে কুসুমপুরা হসপিটাল এলাকায় প্রহৃত হয়েছেন যুবলীগ কর্মী তৌহিদুল আলম জুয়েল নামে যুবলীগের এক নেতা। তিনি কেন্দ্রিয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলমের নিকটাত্মীয়।
খবর পেয়ে পটিয়া থানার কালারপোল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আক্রমনকারীরা পালিয়ে যায়। প্রহৃত জুয়েল জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম নিয়ে যুবলীগের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক বদিউল আলমের ছাপানো পোস্টার লাগাতে গেলে স্থানীয় এজাজ চৌধুরীর নেতৃত্বে কয়েকজন মোটর সাইকেলে এসে তাকে চড় থাপ্পড় দেয় এবং এলাকা ত্যাগ করতে বলে। তিনি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য দলের সিদ্ধান্ত অমান্য করে গত ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় এজাজ চৌধুরীকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়। বর্তমানে সারা পটিয়ায় প্রধানমন্ত্রীর উন্নয়ন সম্বলিত ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে। গতকাল (আজ ৯ ফেব্রুয়ারি) বৃহস্পতির বিকেলে কুসুমপুরা এলাকায় গেলে পোস্টার লাগাতে বাধা দেয়া হয়। পটিয়া কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনা জেনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।