আগামী ২১ই ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি মূলক বর্ধিত সভা অনুষ্টিত হয়।
সভায় ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের অসমাপ্ত কাজগুলো করে যাওয়ার দৃপ্ত অঙ্গীকার করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম -১২ পটিয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবনেতা মুহাম্মদ বদিউল আলম।
সভায় যুবনেতা বদিউল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে শুধু স্বাধীনতাই এনে দেননি ; দেশের মানুষের মুখের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করে বদিউল আলম বলেন, দেশের সকল অর্জনে বঙ্গবন্ধুর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিক হাসান, আওয়ামী লীগ নেতা হাসান শরীফ, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিক লীগ নেতা সাইফুদ্দীন ভোলা, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, আবু তৈয়ব, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, বাদশা মিয়া, মোঃ সোহেল, মোঃ ইলিয়াস প্রমূখ।