৪র্থ দিন আটক-১৯, পটিয়ায় অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যহত

৪র্থ দিন আটক-১৯, পটিয়ায় অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যহত

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : পটিয়ায় অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছে পুলিশ। অভিযানের ৪র্থ দিন শনিবার আরো ১৯ টি মোটর সাইকেল আটক করা হয়। এদের মধ্যে ৮টির কোন কাগজপত্র না থাকায় জব্দ করা হয়েছে এবং ১১টির বিরুদ্ধে সাধারণ মামলা দেয়া হয়েছে। ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক আবদুর রব জানিয়েছেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রনে জেলা পুলিশ সুপারের নির্দেশে অবৈধ মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও অভিযান চলবে। 

তিনি বলেন, পৌরসভার প্রধান সড়ক ছাড়াও অলিগলিতে অভিযান চালানো হবে। কোথাও আর অবৈধ মোটর সাইকেল চালানো যাবেনা। তিনি বলেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা গাড়ি কিনেন তারা কয়েক হাজার টাকার জন্য কাগজপত্র রেজিস্ট্রেশন করেন না, এটা খুবই দু:খজনক। উল্লেখ্য পটিয়া ট্রাফিক পুলিশের কার্যাক্রম চলছে স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি পরিত্যক্ষ টিনশেড ভবনে। পটিয়া পোস্ট অফিস সংলগ্ন এই আধাপাকা টিনের ছাউনি ঘরটিতে বৃষ্টি আসলেই পানি পড়ে। জোড়াতালি দিয়ে চলছে বছরের পর পর। অবৈধ যানবাহন বাজেয়াপ্ত বা আটকের পর রাখার জন্য পর্যাপ্ত স্থান। তার উপর বিশাল এলাকা জুড়ে পর্যাপ্ত লোকবল না থাকায় ২৪ ঘন্টাই উিউটি করতে হয় ট্রাফিক পুলিশদের। নানা সীমাবদ্ধতার মাঝেও তারা দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে।

 

Related Articles