তরুণ গবেষক রশিদ এনামের বই “একাত্তরের জলপুত্র-মুক্তিযোদ্ধা সুনীল কান্তি জলদাস” পাওয়া যাচ্ছে বইমেলায়

তরুণ গবেষক রশিদ এনামের বই “একাত্তরের জলপুত্র-মুক্তিযোদ্ধা সুনীল কান্তি জলদাস” পাওয়া যাচ্ছে বইমেলায়

এ,টি,এম, তোহা :  তরুণ লেখক ও গবেষক রশিদ এনাম আমাদের বাংলা সাহিত্যের নবীন লেখক হলেও তার রম্য রচনা, ছোটদের কবিতা, আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখা পাঠককুলে সমাদৃত হয়ে আসছে। পেশার বাইরে এই তরুণ লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন। অমর একুশের বই মেলায় এবার রশিদ এনামের বই “একাত্তরের জলপুত্র-মুক্তিযোদ্ধা সুনীল কান্তি জলদাস” এর মোড়ক উম্মোচন হয়েছে। বইটি প্রকাশের পরপরই পাঠক ও বোদ্ধা মহলে বেশ সাড়া পড়ে যায়। ঢাকার বই মেলায় সাড়া জাগানো বইটি চট্টগ্রামের পাঠকদের হাতে তুলে দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজিত বই মেলায়ও বইটি নিয়ে এসেছে শৈলী প্রকাশনী।

সমাজের নিচু শ্রেনি বলে আমরা যাদের অবজ্ঞা করি সেই জেলের হাতে কীভাবে ১৯৭১ সালে স্টেনগান, রাইফেল উঠেছিল তার সরস বর্ণনা রয়েছে বইটিতে। জেলের জালে মাছের পরিবর্তে  কীভাবে পাক হানাদাররা ধরা পড়ে মাছের মত চটপট করে জীবন হারায় তার সরস বর্ণনা দিয়েছেন রশিদ এনাম।বইটি ঢাকার অমর একুশে বইমেলাতে প্রকাশ করেছে শৈলী প্রকাশনী । পাওয়া যাচ্ছে ১৮৭ নম্বর স্টলে।  চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত বইমেলা প্রাঙ্গণে শৈলী প্রকাশনার ৪৯ ও ৫০ নম্বর স্টলেও বইটি পাঠকদের হাতে তুলে দিতে তৈরি প্রকাশনী সংস্থাটি।

চট্টগ্রামের পটিয়া উপজেলার শ্রীমতি-চাঁনখালীর সঙ্গমস্থল ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুনীল কান্তি জলদাস।এতদিন লোকচক্ষুর অন্তরালেই ছিলেন। কেউ তার খবর জানতো না। যারা জানতো তারাও প্রকাশ করেনি : হয় অজ্ঞতা থেকে নতুবা পরশ্রীকাতরতায়। রশিদ এনাম সেই জলদাশের খোঁজে চষে বেড়িয়েছেন গ্রামের মেঠোপথে। তুরে এনেছেন এক নাম না জানা বীর সেনানীর আত্মত্যাগের অপার কাহিনী। গবেষণাধর্মী বইটি আমাদের নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা হযে থাকবে।

সুনীল কান্তি জলদাস একাত্তরে দেশ স্বাধীন করার জন্য সরাসরি অংশগ্রহণ করেন। অচ্যুত জেলে সম্প্রদায়ের লোক হওয়াতে এতদিন লোকচক্ষুর আড়ালে রয়ে যান তিনি। আর দশজনের মতই সুনীল ছিলেন দেশপ্রেমে উজ্জীবিত এক তরুণ তুর্কী। সমাজের জাত-বিজাতের স্তর থাকলেও তার সাহসের কাছে হার মানিয়েছে দেশপ্রেম।

২০০২ সালে ৫ জুলাই সমাজের অনাদর আর অবহেলায় অর্থের অভাবে এক সময় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে যান এ মুক্তিযোদ্ধা।  বইটির প্রচ্ছদ করেছেন মোমিন উদ্দীন খালেদ। পটিয়ার আরেক বীর মুক্তিযোদ্ধা শহিদ আবদুস সবুরকে নিয়েও এর আগে রশিদ এনাম লিখেছেন তার সাহসী বই একাত্তরের শহিদ ছবুর। একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে এককভাবে লেখা এটি রশিদ এনামের দ্বিতীয় বই।

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জন্ম তরুণ লেখক রশীদ এনামের। পেশায় ব্যাংকার হলেও সাহিত্য রচনায় তার আগ্রহ প্রবল। তার বইতে আছে শিকড়ের টান-ঐতিহ্যের সন্ধান। 

Related Articles