জননেতা বদিউল আলমকে কাছে পেয়ে হাবিলাস দ্বীপের অগ্নি দুর্গতদের উচ্ছাস

জননেতা বদিউল আলমকে কাছে পেয়ে হাবিলাস দ্বীপের অগ্নি দুর্গতদের উচ্ছাস

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জননেতা বদিউল আলমকে তাদের কাছে পেয়ে হাবিলাস দ্বীপ ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

তাঁরা বদিউল আলমকে কাছে পেয়ে তাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেন। এসময় যুবনেতা বদিউল আলম তাদের সান্ত্বনা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে তিনি পটিয়ার অসহায় মানুষের জন্য কাজ করছেন। পটিয়ার কোন মানুষ আশ্রয়হীন, বস্ত্রহীন, খাদ্যহীন থাকবেনা।

বাংলাদেশ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ এবং  শেখ হাসিনা সরকার তাদের পাশে আছে।

পরে তিনি আজ রোববার বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন।

অগ্নিকান্ডের ঘটনাস্থলে গিয়ে তিনি এ সহায়তা সামগ্রী তাদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎসজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মাস্টার আবুল কালাম, দেলোয়ার হোসেন মেম্বার, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, রবিন উদ্দিন, আশিক, আতিক হাসান, ইসমাইল। কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে কম্বল, শাড়ি, লুঙি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের বয়স্ক সদস্যরা বদিউল আলমের মাথায় হাত বুলিয়ে তার সাফল্য কামনা করে দোয়া করেন।

এ সময় তিনি বলেন, আমি ব্যাপকভাবে আরো পাশে থাকার চেষ্টা করবো। সমাজের বিত্তবানদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন।

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন মিজানুর রহমানের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয় প্রায় ১০ লাখ টাকা। #

 

Related Articles