আমার পটিয়া : কোন ভাষার স্থায়িত্ব ও সৌন্দর্য নির্ভর করে সে ভাষার শুদ্ধস্বর ও শুদ্ধ বানান চর্চার উপর। বিকৃতির হাত থেকে ভাষাকে রক্ষা করতে হলে আমাদের শুদ্ধ বানান চর্চার দিকে মনোযোগ দিতে হবে।
পৃথিবীতে আজ বহু ভাষাই বিলুপ্ত হয়ে গেছে। কারণ তারা তাদের ভাষাকে চর্চা করেনি, অবহেলা করেছে কিংবা বিকৃত উচ্চারণ করেছে।
আমাদের ভাষার রয়েছে হাজার বছরের ঐতিহ্য। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি।
অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতার আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন ।
গত ২১ ফেব্রুয়ারি প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে আয়োজিত ওই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী।
তিনি বলেন, সর্বস্তরে বাংলাভাষার প্রচলন যেমন জরুরি, ঠিক তেমনি বাংলাভাষার শুদ্ধ ব্যবহারও তেমনি জরুরি। প্রত্যয়ের আয়োজনে বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাংলাভাষার সঠিক চর্চার প্রতি মনোযোগী করবে। ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করবে।
প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সিনিয়র সদস্য শিবু মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব মিলন কান্তি দে, চট্টগ্রাম সিটি করপোরেশনের কর কর্মকর্তা লায়ন একেএম সালাউদ্দিন, লায়ন ক্লাব ইন্টারন্যাশনালের জোন চেয়ারপার্সন লায়ন মমতাজুল ইসলাম, প্রত্যয়ের সমন্বয়ক এমরান হোসেন রাসেল, ব্যাংকার আবদুল আল মোমেন, চিত্রশিল্পী জয় শীল।
পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। লায়ন ক্লাব অব চট্টগ্রাম বাকলিয়ার সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় পটিয়ার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে গান ও আবৃত্তির ফাঁকে একুশের গানে নৃত্য পরিবেশন করেন একাডেমির সদস্য ও শিক্ষার্থীরা।