যুবলীগ কর্মীদের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে- যুবনেতা বদিউল আলম

যুবলীগ কর্মীদের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে- যুবনেতা বদিউল আলম

আমার পটিয়া : “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট যুবলীগ “এই স্লোগান কে সামনে রেখে বরগুনা জেলা আমতলী উপজেলা যুবলীগের বর্ধিত সভা   গত ২৭ ফেব্রুয়ারি আমতলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জি এম ওসমানী হাসান এর সভাপতিত্বে  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বদিউল আলম

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান সুমন,আবদুল্লাহ আল মামুন মিঠু, বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল কবির এটম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, যুবলীগ দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো কর্মসূচিতে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, যুবলীগ দেশের বৃহত্তম যুব সংগঠন। যুবকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার জন্য তিনি যুবকদের আহ্বান জানান।

প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের দায়িত্ব যুবলীগকেই পালন করতে হবে।

তিনি  বলেন,  শেখ হাসিনা ভিশন ২১ বাস্তবায়ন করেছেন। বাংলাদেশকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নতি করেছেন। ২০৪১ সালে একটি উন্নত রাষ্ট্রের জন্য তিনি নিরলস ভাবে কাজ করছেন।

আগামী নির্বাচনে আগে তিনি স্মার্ট  বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই আওয়ামী যুবলীগের কর্মীদের এখন থেকে স্মার্ট হতে হবে।

তিনি বলেন স্মার্ট যুবলীগ, স্মার্ট বাংলাদেশ একে অপরের পরিপূরক। যুবলীগের কর্মীরা প্রযুক্তিবিদ্যায় পিছিয়ে পড়ে থাকলে স্মার্ট  বাংলাদেশ বাস্তবায়ন হবে না।  তাই যুবসমাজকে বিশেষ করে যুবলীগ কর্মীদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।

তিনি দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। সেজন্য এখন থেকে যুবলীগ কর্মীদের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে আওয়ামীলীগের উন্নয়ন কর্মসূচি জানাতে হবে।

দেশের যে সমস্ত মেগা প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে সেগুলো প্রচার মাধ্যমে তুলে ধরতে হবে। তিনি বলেন,  আমাদের সৌভাগ্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন বিজ্ঞ নেতৃত্ব পেয়েছি। তিনি বরগুনা জেলা যুবলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

Related Articles