প্রধানমন্ত্রীর পক্ষে কচুয়াইর ক্ষুদে ফুটবলারদের ক্রীড়া সামগ্রী দিলেন বদিউল আলম

প্রধানমন্ত্রীর পক্ষে কচুয়াইর ক্ষুদে ফুটবলারদের ক্রীড়া সামগ্রী দিলেন বদিউল আলম

আমার পটিয়া : বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম শুক্রবার (৩ মার্চ) পটিয়ার কচুয়াই ইউনিয়নের ক্ষুদে ফুটবলারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুটবলসহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ শুধু বিশ্বের বিস্ময় নয় ; বিশ্বের কাছে এক বিরাট কৌতুহলও সৃষ্টি করেছে। দেশের অবকাঠামো উন্নয়নের সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলায়ও ঈর্ষনীয় উন্নতি সাধন করেছেন। দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার জন্য তিনি শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করেছেন। পটিয়ায় এখনো হয় নাই। তবে শীঘ্রই হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রত্যেক জেলায় বিকেএসপি গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দিতে আমাদের লোকজ খেলাধুলার সাথে ফুটবল ও ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন। তিনি বলেন, খেলাধুলায় জড়িত থাকলে শিশু কিশোররা মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকবে। এটা উপলব্ধি করেই প্রধানমন্ত্রী শিশু কিশোরদের জন্য বিদ্যালয়গুলোতে খেলাধুলার উপর গুরুত্ব দিয়েছেন। 

তিনি বলেন, এখান থেকেই একদিন মেসির মত বিশ্ব বিখ্যাত খেলোয়াড় তৈরি হবে। তিনি তরুণ ফুটবলারদের সাফল্য কামনা করেন। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম। প্রধান বক্ত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আহমদ ছফা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবু সৈয়দ লালু, মো: হারুন, মো: ইব্রাহিম,  মো: মুছা, আবদুল খালেক, আবু বক্কর, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, উজ্বল ঘোষ, মো: সাইফুল ইসলাম জুয়েল,  আবু তৈয়ব, টিপু বিশ্বাস, ছোটন আচার্য, বাদশাহ মিয়া, ছাত্রলীগ নেতা আতিক হাসান, আশরাফুল আলম প্রমূখ।

Related Articles