আমার পটিয়া : শেখ হাসিনা দেশের মুসলমানদের উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ব্যক্তিগতভা্বেও একজন নিষ্ঠাবান মুসলিম।২৪ ঘন্টা রাষ্ট্রিীয় দায়িত্ব পালন করার পরও তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন্। রাত জেগে তাহাজ্জুদ পড়েন। দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ করে দিয়েছেন। সেই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ ছাড়াও ঈদের নামাজ হবে। জানাজার নামাজ হবে। ইসলামিক লাইব্রেরী হবে। থাকবে মেহমান খানা। সেখানে মুসলমানরা বই পড়ার সুযোগ পাবেন।
তিনি শুক্রবার (৩ মার্চ) পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী মোগল পাড়া জামে মসজিদে জুমআর নামাজ শেষে মুসুল্লিদের সাথে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি এলাকায় এলাকায় গিয়ে মানুষের খোঁজ খবর নিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিগত ১৪ বছর দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। সেই উন্নয়ন জনগণ কতটা পেয়েছে তা জানতে তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে জানার চেষ্টা করছেন।
নির্বাচিত হয়েও যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছে, যারা জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্য গড়েছে তাদের ব্যাপারে প্রধানমন্ত্রী অবহিত। তিনি আগামী নির্বাচনেও শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট দেয়ার জন্য আহবান জানান।
এসময় মুসুল্লিরা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরলে বদিউল আলম তাদেরকে আশ্বস্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে পটিয়ার ব্যাপারে অবহিত করা হবে। তিনি বলেন, দলকে সংগঠিত না করে কেউ কেউ দলের পরিবর্তে আত্মীয়তন্ত্র কায়েম করেছে। তাদেরকে চিহ্বিত করে রাখুন। সময় হলেও জবাব দেয়া হবে।
এসময় জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বদিউল আলমের সাথে উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)