সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ -জননেতা বদিউল আলম

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ -জননেতা বদিউল আলম

আমার পটিয়া : বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মাবলম্বী স্বাধীনভাবে তাদের যার যার ধর্ম প্রকাশ্যে পালন করতে পারে। 

সকলের জন্যই সরকার সমানভাবে কাজ করে।  হিন্দু কল্যান ট্রাস্ট গঠন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীদের উন্নয়ন করেছেন।

আমরা ধর্মপ্রাণ হলেও ধর্মান্ধ নই, এটাই এদেশের মানুষের মূলমন্ত্র।

তিনি গতকাল শুক্রবার পটিয়া উপজেলা আশিয়া ইউনিয়নে শ্রী শ্রী রামচন্দ্র দেব রাম ঠকুর স্মরণে মহতি ধর্মসভা ও মহোৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

অনুষ্ঠানে মন্দিরের পুরোহিত, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, রাম ঠাকুরের ভক্তবৃন্দসহ অসংখ্য মানুষ মহোৎসবে যোগ দেন।

সেখানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের স্থানীয় কিছু সমস্যা তুলে ধরলে বদিউল আলম সে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Related Articles