আমার পটিয়া : ঢাকা মহানগর যুবলীগের ২৪ নং ওয়ার্ডের সম্মেলন প্রস্তুতি সভায় যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশের গণতান্ত্রিক রীতিনীতি ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে বদ্ধপরিকর।
যুবলীগের ওয়ার্ড সভাপতি শাহ আলম সরফুর সভাপতিত্বে গতকাল (১৩ মার্চ) সোমবার বিকেলে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে মুহাম্মদ বদিউল আলম বক্তব্য রাখছিলেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য জননেতা শফিউল্লাহ শফি।
বিশেষ অতিথি এডঃ শেখ নবীরুজ্জামান বাবু, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু। এম এইচ বাবু, তারেক হোসেন বাদল, আবদুল বাতেন
শেখ আল আমিন, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক
বাবু সহ নেতৃবৃন্দ।
বদিউল আলম বলেন, আমরা যুবলীগ দেশের মানুষের আশা আকাংখার প্রতীক। আমাদের ঐক্যবদ্ধ ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ও নির্দেশনা মেনে চলতে হবে।