ঢাকা মহানগর উত্তরের ৮ ওয়ার্ডের সম্মেলন ২২ মার্চ ; প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মহানগর উত্তরের ৮ ওয়ার্ডের সম্মেলন ২২ মার্চ ; প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

আমার পটিয়া : বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তরের ৮টি ওয়ার্ডের যৌথ ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২২ মার্চ সকাল ১১ টায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মাঠে অনুষ্ঠিত হবে।  ওয়ার্ডগুলো হলো, তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানার অন্তর্গত ২৪, ২৫ (পূর্ব), ২৫ (পশ্চিম), ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নম্বর ওয়ার্ড।

সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
বীর মুক্তিযোদ্ধা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পটিয়ার কৃতি সন্তান, চট্টগ্রাম -১২ পটিয়া আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম।

গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ সম্পাদক,অ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ তাসভীরুল হক অনু। এম. এইচ পাটোয়ারী বাবু,তারেক হোসেন বাদল, আব্দুল বাতেন, শেখ আল আমিন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল।
ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন
সম্মেলন সঞ্চালনা করবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগের এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

Related Articles