পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : দেশের বেসরকারি খাতের প্রধান ব্যাংক ইসলামি ব্যাংকের ডিএমডি (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) পদে যোগ দিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পেয়েছেন বিশিষ্ট ব্যাংকার পটিয়ার কৃতি সন্তান আকিজ উদ্দিন চৌধুরী।
বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী আকিজ উদ্দিন চৌধুরী পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে পটিয়া পৌরসভার মোহছেনা মডেল সরকারি প্রাইমারি স্কুল থেকে ৫ম শ্রেণিতে কৃতিত্বের সাথে পাস করে ঐ বছর দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন।
১৯৯৭ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে পটিয়া সরকারি কলেজে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি ও স্নাতক পাশ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি স্নাতকোত্তর ও পেশাগত ডিগ্রি অর্জন করেন।
তার কর্মদক্ষতা, সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধে মুগ্ধ হয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ সাহেব তাঁকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেন। ২০২১ সালে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের এডিপি হিসেবে পদোন্নতি পান।
তার সততা, কাজের প্রতি কর্তব্য পরায়ণতায় সন্তুষ্ট হয়ে ইসলামি ব্যাংক পরিচালনা পর্ষদ তাকে গতকাল ২৯ মার্চ ডিএমডি হিসেবে নিয়োগ প্রদান করেছে।
তার পদোন্নতিতে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক,দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার এর প্রতিনিধি এবং পটিয়া প্রেসক্লাবের সহ সভাপতি এ,টি,এম,তোহা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রাননা, পটিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ এলাকাবাসী অভিনন্দন জানিয়েছে।
সদালাপী, বন্ধু বৎসল, পরোপকারী আকিজ উদ্দিন চৌধুরীর সাফল্য ও তার দীর্ঘায়ু কামনা করেছেন তার স্কুলজীবনের বন্ধু ও ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা।