পটিয়ায় পাগলা কুকুরের কামড়ে বহু আহত : হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২০ জন।

পটিয়ায় পাগলা কুকুরের কামড়ে বহু আহত : হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২০ জন।

পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় পাগলা কুকুরের কামড়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এরমধ্যে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন সহ বেশ কয়েক জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

বুধবার বিকেলে পাগলা কুকুরটি উপজেলার শোভনদন্ডী, হাইদগাও ও পৌরসভার সুচক্রদন্ডী এবং গোবিন্দার খীল পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় পালাক্রমে একের পর এক সাধারণ মানুষকে কামড়াতে থাকে।

পৌরসভার গোবিন্দার খীল এলাকার প্রত্যক্ষদর্শী আবদুল মোতালেব মাস্টার জানান, কুকুরটি গোবিন্দার খীল এলাকার মিন্টুর উপর এতটাই চড়াও হয় যে তাকে কামড়ে ধরে রাখে। পরে স্থানীয় লোকজন অনেক কষ্টে তাকে কুকুরটির কবল থেকে উদ্ধার করে।

বর্তমানে পটিয়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পাগলা কুকুরের আতংক ছড়িয়ে পড়েছে। মানুষ ঘর থেকে বের হতে ও ভয় পাচ্ছে। আহতরা পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং বিছানায় কাতরাচ্ছে।

আহতরা হচ্ছেন মিন্টু ( ২৮) গোবিন্দারখিল, শিল্পী চৌধুরী( ১৭) হাইদগাও, আনজুমান ( ৭) শোভনদন্ডী, আদিব চৌধুরী, (৮) হাইদগাঁও,নিলয় দাস (১০) সুচক্রদন্ডী , রহমত উল্লাহ (১২) মুন্সেফ বাজার, সিয়াম ( ১৩) একতা আবাসিক, বিবেক চক্রবর্ত্তী (১২) সুচক্রদন্ডী, ঐশি দাশ (১৪) সুচক্রদন্ডী, ইয়াসমিন আক্তার,( ১৭) হাইদগাঁও, রাকিবুল ইসলাম ( ১১) সুচক্রদন্ডী রোজি আক্তার ( ৩৫) শোভনদন্ডী মিনহাজ উদ্দিন (১২ )দক্ষিণ ভূর্ষি, সাহেদ (১০)দক্ষিণ ভূষি,কালু মিঞা (৩৫) কুড়াংগিরা মোঃ রেজবি (১১) আমির ভাণ্ডার, শাকিল (১০ ) মুসা (৬০) শোভনদন্ডী, সালিউজ্জামান (৬২) শোভনদন্ডী ও আবদুল হালিম (৩৫) পতেঙ্গা। মোহাম্মদ মুসা নামে এক প্রত্যক্ষদর্শী জানান,পাগলা কুকুরের উৎপাতে জনগন এতদিন অতিষ্ট ছিল।

কিন্তু গতকাল কুকুরেরা মানুষের উপর এতবেশী চড়াও হয়েছে যে মানুষের আর্তনাতে চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। বর্তমানে এ কামড়ের ঔষধের চড়া দাম হওয়ায় অনেক রোগী ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সব্যসাচী নাথ জানান, কুকুরের কামড়ে আহত ২০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তিনি এ রোগীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।#

Related Articles