আমার পটিয়া: সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শুক্রবার (৭ই এপ্রিল) বাদে জুমা পটিয়া হযরত আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহ্ দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন আউলাদে আমির বদরোজ্জোদা আমিরী, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুজ্জামান আমিরী শিবলু, ব্যাংকার আমির হোসেন ম্যানেজার, কামাল হোসেন আমিরী, সৈয়দ মোদাচ্ছের আমিরী, মুস্তাকিম আমিরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া, ইমরানুল আলম, মোহাম্মদ ঈসমাইল, পটিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিক হাসান, পটিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ্ আমিরী, আবদুল আলম, আবদুল্লাহ আল নোমান, মোঃ ইকবাল, জেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল প্রমূখ।
পটিয়ার গণমানুষের নেতা মুহাম্মদ বদিউল আলম’র দ্রুত রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন আউলাদে আমির বদরোজ্জোদা আমিরী (মা:জি:আ)