পটিয়া থানার মানবিক পুলিশ অফিসার রাশেদুল ইসলামের বিদায়! 

পটিয়া থানার মানবিক পুলিশ অফিসার রাশেদুল ইসলামের বিদায়! 
পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম :  পটিয়া থানার  মানবিক ও সৎ পুলিশ  অফিসার রাশেদুল ইসলাম বদলী হয়েছেন৷ দীর্ঘ ২৩ মাস বিচক্ষণতার সাথে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ক্লু লেস বেশ কয়েকটি খুনের রহস্য উদঘাটন, মাদক উদ্ধার ছাড়াও তিনি কিশোর গ্যাংয়ের  আতংক ছিলেন। তাছাড়া মানবিক কাজেও তাঁর অনেক দৃষ্টান্ত  রয়েছে। অসহায় শিক্ষার্থীদের নগদ অর্থসহ পুরো বছরের বই কিনে দিয়ে পড়ালেখায় উৎসাহ দিয়েছেন। ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগদানের পর প্রযুক্তি ও সততা এবং মেধার দক্ষতা দিয়ে অপরাধ দমনে একাধিক নজির সৃষ্টি করেছেন। চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে তিনি পুরস্কৃত হয়েছেন।  পুলিশের উধ্বতন কর্মকর্তা ছাড়াও  তিনি সাধারন মানুষের চোখে একজন সৎ, আর্দশবান ও গরীবের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন।
মঙ্গলবার রাতে এমন একজন চৌকস অফিসার পদোন্নতির কারনে পটিয়া থানা থেকে বিদায় নিয়েছেন।
পটিয়া থানার ওসি প্রিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) ডক্টর আসিক মাহমুদ, নবাগত ওসি (তদন্ত) সাইফুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবিরা বক্তব্য রাখেন।
রাশেদুল ইসলামের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী গ্রামে। ‘পুলিশ জনগণের বন্ধু ‘ এই মন্ত্রকে ধারণ করে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক পদে প্রথমে যোগদান করেন।  ২০১৯ সালে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হিসেবে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং, পতেঙ্গা, ইপিজেড, বায়েজিদ থানায় দায়িত্ব পালন করেন৷ এর পর জেলা পুলিশের অধীনে লোহাগড়া থানায় ২২ মাস ও পরর্বতীতে পটিয়া থানায় যোগদান করে টানা ২৩ মাস দক্ষতার সাথে অপরাধ দমনে ভুমিকা রাখেন। তাঁর ব্যবহারে মুগ্ধ হতেন পটিয়া থানায় আসা লোকজন।
পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি গোফরান রানা জানিয়েছেন, পটিয়া থানার বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) একজন সৎ, নিষ্ঠাবান ও চৌকস অফিসার। তিনি যে কোন ধরনের অপরাধ দমনে দক্ষ ছিলেন। রাশেদুল ইসলাম মানুষের অতন্ত্র প্রহরী হিসেবে পটিয়াতে কাজ করেছেন৷ এলাকাকে কিশোর গ্যাং, মাদকমুক্ত, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত করতে কাজ করেন৷ তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি  মোকাবিলা করার পাশাপাশি মানবিক কাজেও সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।  এমন অফিসার কম পাওয়া যায়।

Related Articles