পটিয়া সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম এর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা রবিবার (১৬ই এপ্রিল) বাদে মাগরিব পটিয়ার পৌরসভা ২নং ওয়ার্ড শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও প্রবীন আওয়ামী লীগ নেতা বাবু স্বপন বিশ্বাস, মন্দিরের পুরোহিত নারায়নানন্দ পুরী মহারাজ, আওয়ামী লীগ নেতা বাবুল চক্রবর্তী, সমীর চৌধুরী, উজ্জ্বল ঘোষ, টিপু বিশ্বাস, ছোটন আচার্য্য, রিপন দাশ, ছাত্রলীগ নেতা জয় চৌধুরী, আকাশ দেব সহ নেতৃবৃন্দ।