পটিয়ায় পুলিশের হাতে সাপ,বেজি ও ইয়াবাসহ পাচারকারী আটক

পটিয়ায় পুলিশের হাতে সাপ,বেজি ও ইয়াবাসহ পাচারকারী আটক

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের কচুয়াই ইউনিয়নের খরণা রাস্তার মাথায় গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ পিস ইয়াবা টেবলেট, ৫টি বিষধর সাপ ও ১টি বেজিসহ এক ব্যক্তিকে আটক করেছে।

অভিযানে নেতৃত্ব দেন পটিয়া থানার এসআই (নিঃ) দয়াল হরি ভৌমিক সঙ্গীয় ফোর্স। উদ্ধারকৃত ইয়াবার মূূূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তির নাম মো: কুদ্দুস (৪০)। সে খাগড়াছড়ি জেলার মানিক ছড়ি উপজেলার একশত্যা পাড়ার গোলাপ মিয়ার পুত্র। পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানিয়েছেন, আটক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এবং বন্যপ্রাণি সংরক্ষন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৩৪, তাং-২১/০৪/২০২৩ইং । সাপ ও বেজিকে বন বিভাগের সহযোগিতায় স্থানীয় বনে ছেড়ে দেয়া হয়েছে। #

Related Articles