পটিয়ার ছয় শতাধিক মেধাবী শিক্ষার্থী পাচ্ছে ট্যাব

পটিয়ার ছয় শতাধিক মেধাবী শিক্ষার্থী পাচ্ছে ট্যাব

পটিয়া সংবাদদাতা : রোববার (৩০ এপ্রিল) স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ পটিয়া উপজেলার ৪০টি সরকারি/এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের ২০টি মাদ্রাসার নবম-দশম শ্রেণির ছয়শত মেধাবী শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের ট্যাবসমূহ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয় পটিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। উদ্বোধনী দিনে ট্যাব গ্রহণ করেন পটিয়ার চারটি শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ের মোট ৩৯ জন শিক্ষার্থী।


পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে, পরিসংখ্যান কর্মকর্তা জনাব মীর আন্-নাজমুস সাকিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) জনাব রাকিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রমাকান্ত মজুমদার, পটিয়া থানার অফিসার ইনচার্জ জনাব প্রিটন সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এ উপহার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে। আমাদের নতুন প্রজন্ম প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন আবিষ্কার করে একদিন শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।

পরবর্তীতে ট্যাব গ্রহণ করে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জাতীয় শ্লোগান ‘জয় বাংলা’ ধ্বনিতে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলে।

পটিয়া উপজেলার মোট ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী ট্যাব পাচ্ছে, যারা নবম-দশম শ্রেণিতে অধ্যয়নরত এবং সর্বশেষ পরীক্ষায় মেধাতালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের সিদ্ধান্ত অনুসারে জনশুমারির জন্য ক্রয়কৃত দেশিয় কোম্পানি ওয়ালটনের এসব ট্যাবের কয়েকটি পরবর্তী বিভিন্ন জরিপ-শুমারির জন্য সংরক্ষিত রেখে বাকিগুলো মেধাবী শিক্ষার্থীদেরকে দেওয়া হচ্ছে।

শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করে, স্মার্ট সিটিজেন গড়ে তোলা-এই মূলমন্ত্রকে ধারণ করে শিক্ষার্থীদেরকে ট্যাব উপহার দেওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশিষ্টজনেরা মতামত দিয়েছেন।

Related Articles