পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : এসএসসি পরীক্ষার ১ম দিন পটিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন পটিয়া উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিন ৯ কেন্দ্রে ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি।
তাদের মধ্যে ৩৯ জন ছাত্রী এবং ২০ জন ছাত্র। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার জানিয়েছেন, পটিয়ায় বাংলা ১ম পত্রে ৬৬৮৪ জন এসএসসি, ২৫৭ জন জন ভোকেশনাল এবং ৬৫৯ জন দাখিল পরীক্ষার্থী ছিল। তার মধ্যে এসএসসিতে ৩০২৫ জন ছাত্র এবং ৩৬২৯ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। ভোকেশনালে ২৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭১ জন ছাত্র এবং ৮৬ জন ছাত্রী এবং দাখিলে ৪১৬ জন ছাত্র ও ২৪০ জন ছাত্রী পরীক্ষায় ১ম দিন পরীক্ষায় অংশ নেয়।#