কারাগারে এসএসসি পরীক্ষা দিল পটিয়ার নুসরাত

কারাগারে এসএসসি পরীক্ষা দিল পটিয়ার নুসরাত

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : প্রেমের টানে ঘরছাড়া চট্টগ্রামের পটিয়ায় এক এস এস সি মেয়ে পরীক্ষার্থী চট্টগ্রাম কারাগারে বসেই বাংলা পরীক্ষায় অংশ নিয়েছে।

এছাড়া উপজেলায় ৩৯ জন মেয়ে পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল। স্কুল, পরিবার ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে এই অনুপস্থিত মেয়েদের অধিকাংশই বাল্য বিবাহের কারণে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

চট্টগ্রাম কারাগার থেকে পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থী নুসরাত জাহানও পালিয়ে গিয়ে বাল্য বিবাহ করে । এক বখাটের প্ররোচনায় পালিয়ে বিয়ে করলে পরিবার মামলা করে। বিজ্ঞ আদালত অপ্রাপ্ত বয়স্কা হওয়ায় তাকে চট্টগ্রাম কারাগারে সংশোধনাগারে পাঠায়।

চট্টগ্রাম কোতয়ালী থানার অধীন কারাগার থেকেই সে পরীক্ষায় অংশ নেয়। কারাগারে বসে পরীক্ষা দেয়া ছাত্রী নুসরাত পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী।

তার পরীক্ষা কেন্দ্র ছিল পটিয়া এ,এস, রাহাত আলী উচ্চ বিদ্যালয়। ঐ কেন্দ্রের সচিব মো: ইউসুফ জানিয়েছেন তার কেন্দ্রের ১জন মেয়ে পরীক্ষার্থী চট্টগ্রাম কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়েছে।

পটিয়ার ভারপ্রাপ্ত ইউএনও রাজীবুল ইসলাম জানিয়েছেন প্রথম দিন শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার বাল্য বিবাহ রোধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য এস এস সি পরীক্ষার প্রথম দিন পটিয়ায় ৬৬৮৪ জন অংশ গ্রহন করে। অনুপস্থিত ছিল ৫৯ জন। তাদের মধ্যে ৩৯ জন মেয়ে ও ২০ জন ছেলে।#

Related Articles