পটিয়া সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়ায় সুপার সাইক্লোন মোচা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। উপজেলা জুড়ে চলছে মাইকিং। লোকজনকে সতর্ক থাকার ও নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। পাহাড় ধ্বসে যাতে প্রাণহানি না ঘটে সেই জন্য পাহাড়ি এলাকা হাইদগাঁও, কেলিশহর, কচুয়াই ও খরনার পাহাড়ের কোল ঘেঁষে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজ চলছে।
সিভিল ডিফেন্স কর্মকর্তা সাঈদুর রহমান বলেছেন, সম্ভাব্য উদ্ধার তৎপরতার জন্য তৈরি রাখা হয়েছে ফায়ার ব্রিগেড সদস্যদের।
এদিকে মোচা মোকাবেলায় উপজেলায় ১২৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা রবিউল হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত হলে লোকজনের যাতে খাদ্য কষ্ট না হয় সে জন্য ১০ কেজি করে ৫০০ প্যাকেট চাউলের ব্যবস্থা করা হয়েছে। ১৭ টি ইউনিয়নে ২৩টি মেডিকেল টীম প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন থেকে আগাম ৩০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। কারো নগদ সহায়তার প্রয়োজন হলে দ্রুত যাতে সাহায্য পায় সেই ব্যবস্থা রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন জানিয়েছেন, ঘুর্ণিঝড় প্রস্তুতির অংশ হিসেবে ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে যুব রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবক দল গুলোকে প্রস্তুত রাখা হয়েছে। উপজেলায় খোলা হয়েছে কন্ট্রোলরুম।