পটিয়ায় নকল স্বর্ণের বারসহ ৪ প্রতারক আটক

পটিয়ায় নকল স্বর্ণের বারসহ ৪ প্রতারক আটক

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ নকল স্বর্ণের বার, একটি সিএনজি গাড়ি এবং ১ জোড়া চেইন যুক্ত কানের দুলসহ ৪ প্রতারককে আটক করেছে। আটক প্রতারকদের মধ্যে একজন নারীও রয়েছেন।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার রোডের পটিয়া মুজাফ্ফরাবাদ কলেজের সামনে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটক প্রতারকরা হলো- চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার মৃত আবদুস শুক্কুরের পুত্র নুরুল আমিন প্রকাশ সরোয়ার (৩৭),একই এলাকার মৃত আবদুর রশিদের পুত্র মো: শহীদ (৩০), চকোরিয়ার সাহারবিল এলাকার মৃত আবুল শামার পুত্র মো: শামসুল আলম (৪২) এবং একই এলাকার শামসুল আলমের স্ত্রী জনুয়ারা বেগম (২৫)। তারা পটিয়ার এক নারীকে নকল ৪ ভরি ওজনের স্বর্ণের বার দেখিয়ে তার কাছ থেকে প্রতারণা করে ৫ আনা ওজনের কানের দুল নিয়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে দীর্ঘদিন থেকে তারা নারীদের টার্গেট করে নকল স্বর্ণের বার দেখিয়ে তাদের আসল স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে কেটে পড়তো।

আসামীদের কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পটিয়া থানা এলাকা হইতে জনৈক এক মহিলাকে পিতলের তৈরী নকল স্বর্ণের বার দেখিয়ে তাহার নিকট হইতে উক্ত উদ্ধারকৃত ০১ জোড়া চেইন যুক্ত কানের স্বর্ণের দুল প্রতারণামূলক ভাবে আত্মসাৎ করেছে মর্মে স্বীকার করে।

আটক প্রতারকদের বিরুদ্ধে সোমবার ২২ মে পটিয়া থানায় মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি তদন্ত সাইফুল আলম জানিয়েছেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এর নির্দেশে পুরো অভিযানটি মনিটরিং করেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড.আশিক মাহমুদ।

Related Articles