ঈদে নিজ নির্বাচনী এলাকায় যুবনেতা বদিউল আলমের ব্যাপক গণসংযোগ

ঈদে নিজ নির্বাচনী এলাকায় যুবনেতা বদিউল আলমের ব্যাপক গণসংযোগ

পটিয়া সংবাদদাতা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম-১২ পটিয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল এলাকার নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। 

এসব গণসংযোগে তিনি সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।  প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর  উন্নয়নের মাধ্যমে কীভাবে দেশের চিত্র পাল্টে দিয়েছে তিনি তা তুলে ধরেন। 

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ তৈরির পথে শেখ হাসিনার কর্মপরিকল্পনা ও অসাধারণ দক্ষতা তুলে ধরে বদিউল আলম বলেন, একটা উন্নয়নশীল রাষ্ট্র আজ মধ্য আয়ের রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে শেখ হাসিনার কোন বিকল্প নেই।  তিনি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য জনগণের ভোট ও সমর্থন কামনা করেন।

বদিউল আলম বলেন, পটিয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিগত দিনে ত্যাগ স্বীকার করেছে ; কিন্তু বিনিময়ে পেয়েছে চরম অবহেলা। এই চিত্র আর চলতে দেয়া যায় না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে তিনি ত্যাগী নেতাদের মূল্যয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।

হাবিলাস দ্বীপ :

তিনি ঈদের পরে সোমবার ৩ জুলাই উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের সিরাজুল ইসলাম চৌধুরীর বাড়িতে উঠান বৈঠক ও বস্ত্র বিতরণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আহমদ ছাফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, উঠান বৈঠক ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ছিলেন পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ।

পৌরসভা :

ঈদ পরবর্তী নেতা কর্মীদের সাথে বুধবার ৫ জুলাই সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলম।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামদ্দৌলা।

পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন  পটিয়া পৌরসভা ছাত্রগীগের সাবেক সভাপতি সোহেল ইমরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  আওয়ামী লীগ নেতা দুলাল সরোয়ার, সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা মৎস্যজীবিলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল ইসলাম, হাসান শরীফ, ইকবাল হোসেন, মো বেলাল, আবু তৈয়ব,আব্দুল আওয়াল, মো আনোয়ার, মাসুদ, ছোটন, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ।

এসব গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত নেতা কর্মী ও সাধারণ মানুষ বদিউল আলমকে দলীয় মনোনয়নের দাবি তোলেন এবং মনোনয়ন পেলে সর্বশক্তি দিয়ে বিজয়ী করবেন বলে আশ্বস্ত করেন।

Related Articles