বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। কোন অপশক্তিই এই অগ্রযাত্রা থামাতে পারবে না।
দেশে কোন গৃহহীন লোক থাকবে না। যাদের যা দরকার সরকার তার ব্যবস্থা করতে অঙ্গীকারবদ্ধ। গত ১৫ বছর দেশের প্রতিটি জেলা-উপজেলায় লক্ষ লক্ষ লোককে শেখ হাসিনা সরকার আবাসনের ব্যবস্থা করেছে।
তিনি বৃহস্পতিবার পটিয়া হাইদগাঁও ও কেলিশহর গুচ্ছ গ্রামে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত নারী-পুরুষের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় তিনি সেখানকার মানুষের সুখ দুঃখের কথা শুনেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সাহায্য সহযোগিতা প্রদান করেন।
তিনি তাদের শিশুদের পড়ালেখার খোঁজ খবর নেন এবং তাদের নিকট সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোকতার আহমেদ আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম শাহীন, হারুন,বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
তিনি বলেন,আশ্রয়ণ’ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় এনেছেন ।
বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে সেগুলি বাস্তবায়ন করে যাচ্ছেন।
এসময় গুচ্ছ গ্রামবাসীর পক্ষ থেকে বদিউল আলমের প্রতি তাদের সমর্থন ও ভালবাসা প্রকাশ করে তার উন্নতি ও সমৃদ্ধ কামনা করা হয়।