পটিয়ায় বিপুল পরিমাণ ছোলাই মদসহ আটক-৩

পটিয়ায় বিপুল পরিমাণ ছোলাই মদসহ আটক-৩

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম জেলার পটিয়ায় বিপুল পরিমাণ ছোলাই মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার হাইদগাঁও আশ্রয় প্রকল্পের রাস্তা ধরে শালিক পাড়ায় আসলে মদবহনকারী ব্যাটারী রিকশাসহ তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো- উপজেলার হাইদগাঁও ইউনিয়নের শফিউর রহমানের পুত্র মো. মহিউদ্দিন (৪০), একই এলাকার মৃত নুরুন নবীর পুত্র সাবেক ইউপি সদস্য নুরুল হক (৪৫) ও কেলিশহর ইউনিয়নের আবদুল মালেকের পুত্র সাবের আহমদ প্রকাশ সাইফু (৩৫)।

পুলিশ জানিয়েছে, আটক মদের পরিমাণ ১০০ লিটার। অভিযানে নেতৃত্ব দেয়া এসআই বিল্লাল আখন্দ জানিয়েছেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এই ৩ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারি কালু মিয়া ও তার স্ত্রী জোসনা বেগম, রুবেলসহ অন্যরা পালিয়ে যায়। পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, ছোলাই মদ উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।#

Related Articles