যুবনেতা বদিউল আলমের পক্ষে পটিয়ায় ব্যাপক গণসংযোগ

যুবনেতা বদিউল আলমের পক্ষে পটিয়ায় ব্যাপক গণসংযোগ

পটিয়া সংবাদদাতা :চট্টগ্রাম ১২ পটিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ বদিউল আলম এর পক্ষে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের নয়াহাট, পিঙ্গালা, বাংলাবাজার, কাশিয়াইশ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভান্ডারগাঁও, জঙ্গলখাইন ইউনিয়নের উত্তরপারা এলাকায় (শনিবার ৮ জুলাই) ব্যাপক গণসংযোগ করা হয়। এসময় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোখতার আহমদ আরিফ, আওয়ামী লীগ নেতা বেলাল মেম্বার, কে এম নাছির উদ্দিন, জেলা যুবলীগ নেতা সাহাবুদ্দীন সাদি, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ সাইফু প্রমূখ।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ পটিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে জননেতা মুহাম্মদ বদিউল আলমকে মনোনয়ন প্রদানের জন্য এলাকাবাসীর পক্ষে দাবি তোলা হয়।

গণসংযোগে এলাকার মুরুব্বিবৃন্দ তরুণ প্রজন্মের নেতা বদিউল আলমকে পটিয়াবাসীর আশা আকাংখার প্রতীক হিসেবে অভিহিত করে তার সাফল্য কামনা করেন।

Related Articles