পটিয়া সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা হলো ফিনিক্স পাখির মত। ধ্বংসের মধ্যে থেকে আবার জেগে ওঠে। তাঁকে কেউ দমিয়ে রাখতে পারবে না।
২০০৭ সালের ১৬ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় গণতান্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে (১৬ জুলাই বিকাল ৪ ঘটিকায়) পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোখতার আহমদ আরিফ, আওয়ামী লীগ নেতা নোমান সরওয়ার দুলাল, আবু ছৈয়দ লালু, নজরুল ইসলাম, হাসান শরীফ, সুজন বড়ুয়া, সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, ইকবাল হোসেন, মাসুদুল ইসলাম, মোঃ আমিন, আনোয়ার হোসেন, আবু তৈয়ব, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ।