পটিয়া চক্ষু হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে মেয়র; পৌরসভার বিরুদ্ধে চক্রান্ত রুখে দেয়া হবে-মেয়র

পটিয়া চক্ষু হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে মেয়র;  পৌরসভার বিরুদ্ধে চক্রান্ত রুখে দেয়া হবে-মেয়র

এ,টি,এম, তোহা: পটিয়া পৌরসভার মেয়র বলেছেন, পটিয়া পৌরসভার উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন যে কোন চক্রান্ত পৌরবাসীকে সাথে নিয়ে রুখে দেয়া হবে। তিনি শনিবার (২৯ জুলাই) সকালে পটিয়া চক্ষু হাসপাতাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মেয়র আইয়ুব বাবুল বলেন, পটিয়া পৌরসভা ছাড়াও পার্শ্ববর্তী চন্দনাইশ, বোয়ালখালী আনোয়ারা, কর্ণফুলীর চক্ষু রোগীরা এই হাসপাতাল থেকে স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসার সেবা পাবেন। জটিল রোগিদের জন্য টেলিমেডিসিন ও বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে কথা বলার সুযোগ দেয়া হবে। সাথে শিশুদের জন্য থাকবে বিশেষজ্ঞ চিকিৎসক।

চট্টগ্রামের পাহাড় তলী চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পৌরসভার কিচেন মার্কেটের ৩য় তলায় এই হাসপাতাল প্রতিষ্ঠা করে। এটি পাহাড়তালী চক্ষু হাসপাতালের উপকেন্দ্র হিসেবে পরিচালিত হবে। পাহাড়তলী চক্ষু হাসপাতালের ট্রাস্ট্রি ও প্রতিষ্ঠাতা ডা: রবিউল হোসেন পটিয়া হাসপাতালটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসাপাতালের সিও ডা: আনান এন, রাও, পাহাড়তলী চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর হোসেন, ডা: রিজোয়ান শাহিদী, অধ্যাপক আবদুল আলীম, পৌর কাউন্সিলর গোফরান রানা, সফিউল আলম বক্তব্য রাখেন। পরে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে মুনাজাত করেন মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী।

Related Articles