পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার মনসা চৌমুহনী এলাকায় চেয়ারকোচের নীচে চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের আনুমানিক বয়স ৫৫। শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামমূখী একটি চেয়ারকোচ চাপায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি চেয়ারকোচ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে যাওয়ার পথে পটিয়ার মনসা চৌমুহনী এলাকায় অজ্ঞাতনামা পথচারীকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে পথচারী মারা যান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গাড়িটি আটক করে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়দের থেকে অভিযোগ পাওয়ার পর চেয়ারকোচটি আটক করা হয়েছে।
