পটিয়া ও চন্দনাইশের বন্যার্তদের মাঝে নুরুল করিমের ত্রাণ সামগ্রী বিতরণ

পটিয়া ও চন্দনাইশের বন্যার্তদের মাঝে নুরুল করিমের ত্রাণ সামগ্রী বিতরণ

পটিয়া সংবাদদাতা : পটিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব নুরুল করিম সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করেন।

ত্রান সামগ্রির মধ্যে  ছিল প্রতি পরিবারকে তিন কেজি করে চাল ৫০০ গ্রাম ডাল, ২ কেজি আলু,  ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম পেঁয়াজ ও ১ কেজি লবণ।

গত সপ্তাহে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে পটিয়া,চন্দনাইশ সহ দক্ষিণ চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে পানিবন্দি হয় হাজার হাজার মানুষ।  সামাজিক দায়বদ্ধতা থেকে তরুণ এই সমাজ সেবক নিজস্ব অর্থে বন্যার্তদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।

তিনি পটিয়া ও চন্দনাইশের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকার ক্ষয়ক্ষতি এবং মানুষের কষ্ট দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।।

তিনি বলেন  দুর্যোগ দুর্বিপাকে সবার আগে চট্টগ্রামে জনগণের পাশে  থাকে এসআলম গ্রুপ। এবারও এসআলম গ্রুপ সবার আগে প্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আর এস আলম গ্রুপের দানশীলতা দেখেই তিনি তার সীমিত সম্পদ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে উদ্বুদ্ধ হয়েছেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন এবং সাহসের সাথে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন আপনারা একা নন, আমরা সবাই আপনাদের পাশে আছি। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের এবং মৎস্য চাষীদের পুনর্বাসনে তাদেরকে সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

পটিয়া ও চন্দনাইশের বিভিন্ন এলাকার মানুষ এখনো পানি বন্দী। অনেক পরিবারের লোকজন অসহায়ভাবে দিনাতিপাত করছেন। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে  সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Related Articles