পটিয়া সংবাদদাতা : যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, কোরআনখানি মিলাদ মাহফিল এবং মোনাজাত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব এম খোরশেদ গণি। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক পীযুস কান্তি পাল, সিনিয়র শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য এটিএম তোহা, শাহানাজ বেগম, আব্দুল মোতালেব, সরোজিত দাশ গুপ্ত, মাওলানা মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক নিজামুদ্দিন, আহমদ শরীফ আজাদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো: নুরুল আফসার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও মোহাম্মদ ইউসুফ।